ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শরতের কাশের ভেলায় একবেলা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
শরতের কাশের ভেলায় একবেলা মডেল: পাপড়ি, ছবি: রাজীন চৌধুরী 

স্বচ্ছ সুন্দর নীল আকাশ আর স্নিগ্ধ-শুভ্র কাশফুলের মিশেলে এসেছে শরৎ। কাশফুল শরতের আগমনের প্রতীক।

এ যেন ফুলের ঋতু, শরতে ফোটে শিউলি, শাপলা, পদ্ম, টগর, কামিনী, মালতি, জবা, হাসনাহেনা এবং শুভ্র কাশফুল।  

নদীতীরে, রাস্তার পাশে রাশি রাশি কাশফুলের অপরূপ শোভা। সে পথে যেতে সবার পা আর চোখ যেন থেমে যায়।  গুচ্ছ গুচ্ছ সাদা ফুল দেখে মনে আসে প্রশান্তি, বারবার মনে পড়ে, রবী ঠাকুরের সেই কবিতার কথা... ‘এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। ’  

কাশফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রকৃতি প্রেমীরা ভিড় করেন কাশবনে এবং শরতের মৃদু হাওয়ায় মোহনীয় রূপে দুলে ওঠা শুভ্র কাশফুলের মধ্যদিয়ে ঝকঝকে নীলাকাশে সাদা মেঘ ভেসে যাওয়ার দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়েন শরৎ প্রেমীরা।  

আপনিও চাইলে প্রিয় সঙ্গীসহ একটি বিকেল কাটিয়ে দিতে পারেন আশেপাশে প্রকৃতির মাঝে শান্ত-স্নিগ্ধ কোমল কাশবনে।  

মডেল: পাপড়ি, ছবি: রাজীন চৌধুরী 

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।