ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
খুলনায় বিএনপির ৮০ নেতাকর্মীর নামে মামলা ফাইল ফটো

খুলনা: খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ ৮০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

খুলনার বাংলাদেশ ব্যাংক সংলগ্ন টেলিকমিউনিকেশন ভবন ধ্বংসের উদ্দেশে সমবেত হওয়ার অভিযোগে মামলাটি করা হয়।

মঙ্গলবার (৫ডিসেম্বর) সকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী খুলনা সদর থানার এসআই শাহিন কবির ।
 
তার দেওয়া তথ্য মতে, মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৮০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন-মো. হোসেন, মো. ইয়াসিন সানা, মো. মিরাজ হাওলাদার, শফিকুল আলম তুহিন, মো. ইসতিয়াক আহম্মেদ ইস্তি, মনিরুল হাসান বাপ্পি, মোঃ মাসুদ পারভেজ বাবু, হেলাল আহম্মেদ সুমন, মোঃ মাসুদ খান বাদল , এবাদুল হক রুবায়েত, মো. মতিউর রহমান বুলেট, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মাহমুদ হাসান বিপ্লব, রবিউল ইসলাম রবি, মো. শফিকুল ইসলাম শফি, মফিজুল সরদার, বেলাল হোসেন গাজি, হেলাল হোসেন গাজী, মো. ফরিদ মোল্যা, গাউস ওরফে কুলি গাউস, পাভেল, জামাল, ইয়াকুব, খাইরুজ্জামান সজিব, রাজ্জাক, মোঃ আসাদুজ্জামান মিঠু, মো. আলতাফ, রুম্মান, মো. জাহিদ, মো. রাজিব, জি এম তারেক, টুকু, কালু, আলাউদ্দিন, মো. তাজিম বিশ্বাস, রাসেল, আরিফ ও রমজান।

এজাহারে বাদী মো. শাহিন কবির উল্লেখ করেন, গত ৩ ডিসেম্বর রাত ৯টা ৫৫মিনিটে আসামিরা বর্তমান সরকার উচ্ছেদ করার লক্ষ্যে, টেলিকমিউনিকেশন ভবন, খুলনা (কেপিআই) ধ্বংসের উদ্দেশ্যে সমবেত হয়। যা আইনত দণ্ডনীয় অপরাধ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, ঘটনাস্থল থেকে ৩টি ককটেলসহ তিনজনকে আটক করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা,  ডিসেম্বর ৫, ২০২২
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।