ঢাকা: ওয়াসার বিভিন্ন প্রকল্পে ৩ হাজার ২০০ কোটি টাকা দুর্নীতি অভিযোগে নাম রয়েছে প্রতিষ্ঠানের এমডি তাকসিম এ খানের।
বুধবার (৭ ডিসেম্বর) কাওরানবাজার ওয়াসা ভবনে সাংবাদিকরা এ কথা তুললে অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন তাকসিম এ খান।
ঢাকা ওয়াসার এমডি বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ অসত্য। প্রজেক্ট সংক্রান্ত অভিযোগ সবই অসত্য। যদি দুর্নীতি হয়েই থাকে অনুসন্ধান করে কি করলেন? এই অভিযোগটি ২০১৫ সালের। গত সাত বছরে কোন তদন্ত ও অনুসন্ধান অভিযোগ প্রমাণিত হয়নি। কোন মামলাও হয়নি। কোনো প্রজেক্টের সঙ্গে ওয়াসার এমডির সম্পর্ক থাকে না। দাতা সংস্থা সব দেখভাল করে। ’
এমডি হিসেবে নিয়োগে কোথাও কোনো ঝামেলা নেই বলেও জানান তিনি।
তাকসিম এ খান বলেছেন, ‘২০০৯ সালে দেওয়া নিয়োগপত্রে কোনো ঘষামাজা ছিল না। সেখানে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের কিছু অনুশাসন আর নির্দেশনা ছিল। এমডি হিসেবে নিয়োগে কোথাও কোনো ঝামেলা নেই। ২০২০ সালেও এ রকম একটি রিট করা হয়েছিল, তা খারিজ করে দেন আদালত। ওয়াসার আইনজীবী বিস্তারিত তুলে ধরেছেন আদালতের সামনে। ’
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এমএমআই/এসএএইচ