ঢাকা: কোরিয়া-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর জন্য আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) ঢাকার কোরিয়ান দূতাবাস এক অনুষ্ঠানে লোগোর ডিজাইন উন্মোচন করে।
ঢাকায় কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস এবং সিউলে বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে ২০২২ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ‘কোরিয়া-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর জন্য লোগো প্রতিযোগিতা‘ অনুষ্ঠিত হয়
প্রতিযোগিতার জন্য প্রায় ৬০টি লোগো জমা দেওয়া হয়েছিল। বাংলাদেশ সরকার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কোরিয়ান সম্প্রদায়ের সদস্য এবং দুটি দূতাবাসের কূটনীতিকদের সমন্বয়ে প্রতিযোগিতা পর্যালোচনা প্যানেলের মাধ্যমে চারটি লোগো নির্বাচন করা হয়েছে।
প্রথম পুরস্কার বিজয়ী হাসানুল বারী আল জোবায়ের। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪। বাকি তিন রানার আপ হলেন জান্নাতী নায়েমা, সাদিক জামাল কৌশিক ও বিল্লাল হোসেন ফয়সাল। তারা স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ পেয়েছেন।
কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লি জাং-কুন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেন, কোরিয়া ও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ৫০তম কূটনৈতিক বার্ষিকীর বছরব্যাপী উদযাপনের সূচনা করেছে। ২০২৩ সাল কোরিয়া-বাংলাদেশ অংশীদারিত্বকে ধারাবাহিক ইভেন্টের মাধ্যমে একটি নতুন উচ্চতায় উন্নীত করার জন্য একটি মাইলফলক বছর হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন, পরিকল্পনা কমিশনের সদস্য নাসিমা বেগম, কোরিয়ান কমিউনিটির প্রেসিডেন্ট জনাব রিউ ইয়ং-ওহ। অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশ- কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
টিআর/আরএইচ