ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব গ্রেফতার জাহিদ আহম্মেদ

মেহেরপুর: নাশকতা মামলায় গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ আহম্মেদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে অভিযান চালিয়ে বামন্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাহিদ গাংনীর ছাতিয়ান গ্রামের মৃত মেছের আলীর ছেলে। জাহিদকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।  

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর রাতে গাংনী শহরে ছাত্রলীগের একটি মিছিল চলাকালীন সময়ে গাংনী সরকারি মাছের হ‌্যাচারির ভেতরে ককটেল বিস্ফোরণ হয়।  

মিছিল লক্ষ‌্য করে বোমা নিক্ষেপ করার অভিযোগ এনে বিএনপির ১১ জন এজাহারনামীয় ও ১৫-২০ করে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল জব্দ করে পুলিশ।  

ওই রাতেই সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জান শিপু বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে রাতেই পৌর বিএনপির আহ্বায়ক সাহিদুল ইসলামকে গ্রেফতার করে। পরে সাবেক ইউপি সদস‌্য জাহাঙ্গীর আলম গ্রেফতার হয়।  

এর মধ্যে মামলার এজাহার নামীয় আসামিরা মঙ্গলবার (৬ ডিসেম্বর) উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন।

গ্রেফতারের ঘটনায় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।