ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!

ঢাকা: রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় একটি বাসা থেকে দুই সন্তানসহ মায়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশি। নিহতরা হলো মা হাসিনা বেগম (৩০), তার দুই শিশু সন্তান তিন বছর বয়সী সাদিয়া ও ছয় মাস বয়সী সিয়াম।

পুলিশের ধারণা হাসিনা বেগম তার দুই শিশু সন্তানকে গলা টিপে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ঘটনাস্থল থেকে এই তথ্য নিশ্চিত করেন হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির।

তিনি জানান, হাজারীবাগের গদিঘর এলাকার একটি বাসা থেকে দুই শিশুসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শিশু দুটির মা হাসিনা বেগম তাদের গলাটিপে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।