ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
খাগড়াছড়িতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

খাগড়াছড়ি: বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের সহোযোগিতায় খাগড়াছড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারী।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ির সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন সভাপতিত্বে এসময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিক, খাগড়াছড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উপ- পরিচালক হাফিজা আইরিন বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বন্যপ্রাণীর উপর প্রশিক্ষণ, সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংশ্লিষ্ট আইন ও বিধিমালা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে ৩০জন প্রশিক্ষণার্থী, সাংবাদিক, বনকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।