সাভার (ঢাকা): ‘নিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্য’ এ স্লোগানে সাভারে ভেজালমুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে সাভারের আড়াপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে কারিতাস উদ্যম প্রকল্প নেটওয়ার্ক ফোরাম।
মানববন্ধনে বক্তারা বলেন, সুস্থ জীবন-যাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নেই। ভেজাল খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাজারে ১০ শতাংশ খাদ্য মানসম্পন্ন নয়। ভেজাল খাদ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে অংশগ্রহণ করেন- সাভার উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক, কারিতাস উদ্যম প্রকল্পের অ্যাডুকেটর সুমন জন রোজারিও, আগষ্টি মিন্টু হালদার, বিভিন্ন এনজিও প্রতিনিধি, গ্রামীন শিক্ষা, বিওয়াইএফসি, সিডিডি, সূর্যের হাসি ক্লিনিক, ব্যবসায়ী, টিআইভি, সীমা হাসপাতাল, সাভার মডেল স্কুল, সাভার রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়, সিটি স্কুল, সাভার নিউ মডেল স্কুল, সাভার আদর্শ স্কুল, অক্সফোর্ড স্কুল শিক্ষক, স্থানীয় সমাজ সেবক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এসএফ/আরবি