ঢাকা: কানিজ ফাতেমা (৪০) নামে ভারতে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (১২ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার শেখ মো. আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জানান, চক্রের অন্যান্য সদস্যদের সহায়তায় বিভিন্ন বয়সের মেয়েদের ভারতে মোটা বেতনে সেলাইয়ের কাজে নিয়োজিত করার প্রলোভন দেখিয়ে সংগ্রহ করতেন। পরে ভুক্তভোগীদের মানবপাচারকারী চক্রের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দিতেন।
আব্দুর রাজ্জাক জানান, মানবপাচারকারী চক্রের সদস্যরা সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়ে ভুক্তভোগীদের ভারতে পাচার করে দিতেন। পাচারকারী চক্র ভারতে নিয়ে তাদের পতিতালয়ে বিক্রি করে দিত। সেখানে তাদের শারীরিকভাবে নির্যাতন করে অনৈতিক কাজে বাধ্য করা হত।
তিনি আরও জানান, গ্রেফতার আসামি চক্রের অন্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করে চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার আসামির নামে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এসজেএ/আরবি