ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

করিমগঞ্জে গাছ থেকে পড়ে কৃষকলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
করিমগঞ্জে গাছ থেকে পড়ে কৃষকলীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মেহগনি গাছ থেকে পড়ে বকুল বেপারী (৫২) নামে এক কৃষক লীগ নেতার মৃত্যু হয়েছে।  

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে করিমগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

করিমগঞ্জ পৌরসভার চরপাড়া এলাকার বাসিন্দা বকুল বেপারী করিমগঞ্জ পৌর কৃষক লীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। তিনি গাছের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে চৌধুরী বাড়ির বুলবুল চৌধুরীর মেহগনি গাছে ডাল কাটতে ওঠেন বকুল। ডাল কাটার একপর্যায়ে গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আবু তাহের বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।