সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ তিনজন বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতারদের মধ্যে দু’জন নারী রয়েছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় র্যাব-৪ সিপিসি-২ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, ভোর ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মোছা. মুন্নি বেগম (২৪), মোছা. তানিয়া খাতুন (২৩) ও মো. আব্দুস সোহবান (৪২)। তারা সবাই রাজশাহী জেলার বাসিন্দা।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও বিক্রেতাদের গ্রেফতার করে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, গ্রেফতার সাভার আশুলিয়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে নিয়মিত মাদক বিক্রির কথা স্বীকার করেছে। আটক মাদক বিক্রেতাদের নামে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এসএফ/জেডএ