ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নেশার টাকা নিয়ে মারামারি, থামাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, ডিসেম্বর ১৩, ২০২২
নেশার টাকা নিয়ে মারামারি, থামাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশার টাকা নিয়ে সৃষ্ট মারামারি থামাতে গিয়ে মাথায় আঘাত লেগে আহত পাভেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

পাভেল উপজেলার কাটাবাড়ি ইউনয়নের বিশুলিয়া কাটাবাড়ি গ্রামের মৃত আ. জোব্বার মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, গত সোমবার (১২ ডিসেম্বর) রাতে কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজারে নেশার টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ওই বিবাদ থামাতে গেলে পাভেল নামের ওই যুবক মাথায় আঘাত পায়। স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

মঙ্গলবার দুপুরে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জোবায়ের হাসান মো.  শফিক মাহমুদ গোলাপ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।