ফেনী: ফেনীতে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ মো. ইয়াছিন (৩৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭ এর ফেনী কাম্পের সদস্যরা।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের ফলেশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. ইয়াছিন ফলেশ্বর গ্রামের মোস্তফা কোম্পানির ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, উপ-পরিচালক ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
অস্ত্রধারী ইয়াছিন মাদককারবারি ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে দাবি র্যাবের।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন, ফেনী-ফুলগাজী রোডের একটি মোটর গ্যারেজের সামনে মাদক কেনা-বেচার উদ্দেশ্যে অবস্থান করছেন এক ব্যক্তি। এই তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াসিনকে আটক করে র্যাব।
আটকের সময় ইয়াসিনের কাছ থেকে একটি কালো রঙের ব্যাগ জব্দ করা হয়। যার ভেতর থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করে র্যাব।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক অস্ত্রধারী ইয়াসিন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জেলার ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময় : ২৪১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসএইচডি/এসএএইচ