ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক অর্থ পাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
আন্তর্জাতিক অর্থ পাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

ঢাকা: অর্থ আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগে আন্তর্জাতিক অর্থ পাচারকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

 

বুধবার (১৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভিডিও লাইভ প্ল্যাটফর্মে অর্থ আত্মসাত ও অর্থ পাচারের অভিযোগে আন্তর্জাতিক অর্থ পাচারকারী চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।  

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।