ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, ডিসেম্বর ১৫, ২০২২
জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার আলু বাজারে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার আনিসুর রহমান জানান, পুরান ঢাকার আলু বাজারের একটি ভবনের পঞ্চম তলায় জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে ডাকা হয়। পরে তিনটি ইউনিটকে ফেরত পাঠানো হয়। মোট সাতটি ইউনিট বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।