সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় মাসুদ সরকার (৫৬) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। দুর্ঘটনার পর শনিবার (১৭ ডিসেম্বর) দিনগত গভীর রাতে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সুলতানা পারভীন (৪৮) ও মেয়ে মুবাশরা (১২)।
নিহত মাসুদ সরকার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের মোকছেদ আলী সরকারের ছেলে। এর আগে শনিবার সন্ধ্যায় চান্দাইকোনা বাসষ্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন মাসুদ সরকার। তারা হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে মাসুদ সরকারকে ঢাকায় পাঠানো করা হয়। ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে মাসুদ মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এমএমজেড