ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হেরোইন-ইয়াবাসহ ৩ কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
হেরোইন-ইয়াবাসহ ৩ কারবারি আটক

ঢাকা: ঢাকার আশুলিয়া ও গাজীপুরের বাসন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (১৮ ডিসেম্বর) তাদের আটক করা হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

আটকরা হলেন- মো. আমানউল্লাহ (২৬), মোসা. ফেন্সি বেগম (৩৬) ও সাহিদা আক্তার (২৩)। অভিযানে তাদের কাছ থেকে ৮৮ গ্রাম হেরোইন, ৯০০ পিস ইয়াবা, দুটি মোবাইল, দুটি সিমকার্ড, দুটি মেমোরি কার্ড ও নগদ ৮৮০ টাকা উদ্ধার করা হয়।

লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়া, গাজীপুর জেলার বাসন, কাপাসিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রয় করে আসছিলেন।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।