ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শনিবার সকালে বসুন্ধরা ডি-ব্লকে জানাজা

হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, সেপ্টেম্বর ২৬, ২০২৫
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল ফাইল ফটো

ঐতিহ্যবাহী ইসলামপুর গাছতলা দরবার শরিফের উত্তরাধিকারী ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাকালীন পরিচালক হাফেজ খাজা এনায়েতুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

আগামীকাল শনিবার বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডি-ব্লকে ইসলামিক রিসার্চ সেন্টারে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর চাঁদপুরের ইসলামপুর গাছতলা দরবার শরিফে তাঁকে দাফন করা হবে। মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া ও জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে সব শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের বিনীত অনুরোধ জানানো হয়েছে।

হাফেজ খাজা এনায়েতুল্লাহ মহান সুফিসাধক হাফেজ কারি শাহসূফি আল্লামা খাজা আহমদ শাহ নকশেবন্দী মুজাদ্দেদী (রহ.)-এর বড় নাতি এবং আল্লামা খাজা আবুল খায়ের নকশেবন্দী মুজাদ্দেদী (রহ.)-এর জ্যেষ্ঠ সাহেবজাদা।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।