ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতারক চক্রের মূলহোতাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
প্রতারক চক্রের মূলহোতাসহ আটক ২

ঢাকা: সানি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের নামে চুক্তিভিত্তিক চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।  

আটকরা হলেন- মো. ইমাম হোসেন ওরফে রাহাত (২৬) ও ইমতিয়াজ হাসান (২৪)।

এ সময় তাদের কাছ থেকে ভুয়া চাকরির বিজ্ঞপ্তি ও ছয়টি চাকরির আবেদনপত্র উদ্ধার হয়।  

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটকরা সানি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের অধীনে চুক্তিভিত্তিক বিভিন্ন পদে ভূয়া চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণামূলকভাবে দীর্ঘদিন ধরে চাকরি প্রত্যাশী নিরীহ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।