ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা নূরুন নাহার আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা নূরুন নাহার আর নেই

নীলফামারী:  নীলফামারীর সৈয়দপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নূরুন নাহার বেগম মারা গেছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে শহরের দারুল উলুম মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে  সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর চড়কপাড়ার বাবার বাড়ির এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন। তার স্বামীর বাড়ি রংপুরের মিঠাপুকুরের শাল্টি গোপালপুর হলেও বসবাস করতেন সৈয়দপুর শহরের বাঙালিপুর নিজপাড়ায়।

নূরুন নাহারের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, বাঙালিপুর ইউপি চেয়ারম্যান ডা. শাহজাদা সরকার, মুক্তিযোদ্ধা কমান্ড সৈয়দপুরের সাবেক কমান্ডার একরামুল হকসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।