ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে নিষ্পত্তি হওয়া মামলার নথি ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, ডিসেম্বর ২৯, ২০২২
বরিশালে নিষ্পত্তি হওয়া মামলার নথি ধ্বংস

বরিশাল: বরিশালে মহানগর হাকিম আদালতে নিষ্পত্তি হওয়া মামলার নথিপত্র আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে আদালত পাড়ায় ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত মহানগর হাকিমের বিভিন্ন আদালতে ২০৩ ধারায় নিষ্পত্তি হওয়া মামলার নথিপত্র পুড়িয়ে ফেলা হয় বলে জানান মহানগর হাকিম আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল হাসান।

তিনি জানান, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এসব নথিপত্র রাখার পর পুড়িয়ে ফেলার নিয়ম। সেই অনুযায়ী ৩ হাজার ৫০০ মামলার নথিপত্র পুড়িয়ে ফেলা হয়েছে।

বিকেল সাড়ে ৩টার দিকে আদালত চত্বরে এসব নথিপত্রে অগ্নিসংযোগ করা হয়। এ সময় মহানগর হাকিম পলি আফরোজ ও মো. আল ফয়সালসহ ফায়ার সার্ভিস এবং বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।