ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, ডিসেম্বর ২৯, ২০২২
পুরান ঢাকায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের একটি বাসায় বাথরুমে রাখা বালতির পানিতে ডুবে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইসলামবাগের বউবাজার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আফিফ আহমেদের নামে বাবা আনিসুর রহমান সুজন ব্যবসায়ী আর মা ফারিয়া গৃহিণী। তাদের একমাত্র সন্তান ছিল আফিফ।

বাবা-মা জানান, সবার অগোচরে খেলতে খেলতে শিশুটি বাথরুমে চলে যায়। কিছু সময় পর বাথরুমে গিয়ে তারা দেখতে পান শিশুটি পানি ভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পরে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটিকে জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঘটনাটি বিস্তারিত তদন্তের জন্য চকবাজার থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।