ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ২৫ সদস্য আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪১, ডিসেম্বর ৩০, ২০২২
রাজধানীতে ছিনতাইকারী চক্রের ২৫ সদস্য আটক 

ঢাকা: রাজধানীতে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ, পল্টন, মতিঝিল, খিলগাঁও, শাহজাহানপুর, মুগদা ও ওয়ারীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।  

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।  

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৫ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।  

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর টিকাটুলি র‍্যাব-৩ কার্যালয় আয়োজিত সাংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমএমআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।