ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে এক হাজার বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, ডিসেম্বর ৩০, ২০২২
খাগড়াছড়িতে এক হাজার বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান

খাগড়াছড়ি: একসঙ্গে এক হাজার বৌদ্ধ ভিক্ষু (ধর্মীয় গুরু) - কে নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পিণ্ডদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খাগড়াছড়িতে। তিন পার্বত্য জেলার বিভিন্ন বিহারের ভিক্ষুদের নিয়ে দেশে এটিই প্রথম বড় আয়োজন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) শহরের মধুপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠান ঘিরে পুণ্যার্থীদের ঢল নামে।  

বিশ্বের বিভিন্ন দেশে এই আয়োজন করা হলেও বাংলাদেশে এটিই সবচেয়ে বড় আয়োজন। অনুষ্ঠানে ধর্মীয় দেশনা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান করা হয়। এছাড়া সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলন করা হবে।

অনুষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, পিণ্ডদান অনুষ্ঠানের মূল উদ্যেক্তা সুব্রত তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুণ্য লাভের আশায় বৌদ্ধ ভিক্ষুদের মাঝে ভাতের পিণ্ডসহ নানা সামগ্রী উৎসর্গ করে থাকেন। যা পিন্ডদান নামে পরিচিত।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।