ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নতুন বছর উদযাপন বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে আরপিএমপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
নতুন বছর উদযাপন বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে আরপিএমপি প্রতীকী ছবি

রংপুর: থার্টি ফার্স্ট নাইট বা নতুন বছর উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালি, মিছিল, গান-বাজনা, আতশবাজি, পটকাবাজি ইত্যাদি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) থেকে আগামী রোববার (০১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

মেট্রোপলিটন কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়।

তাতে বলা হয়, শনিবার রাতে থার্টি ফার্স্ট নাইট (ইংরেজী বর্ষবরণ) উদযাপিত হবে। চলমান করোনা পরিস্থিতিতে রংপুর মেট্রোপলিটন এলাকার নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা, জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করা হবে। এ জন্য শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী রোববার রাত ১২টা পর্যন্ত আরপিএমপি এলাকায় জনসমাবেশ, অনুষ্ঠান, মিছিল, গান-বাজনা, ঢাক-ঢোল এবং লাউড স্পিকারের ব্যবহার, আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহণ ও ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।