রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও দুজন মারা গেছেন।
এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে পাঁচজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে একজন মারা গেছেন।
সোমবার (২১ জুলাই) রাতে তাদের দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
তিনি জানান, রাতে আরও দুজন মারা গেছেন; শিক্ষার্থী এবি শামীম (১৪) ও শিক্ষিকা মাসুকা।
দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়।
সন্ধ্যা সাড়ে ৭টায় আইএসপিআর জানায়, আকস্মিক এই বিমান দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেনেন্ট মো. তৌকির ইসলামসহ ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন।
এজেডএস/আরএইচ