ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শীত উপহার পেল ২ হাজার অসহায় মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
শীত উপহার পেল ২ হাজার অসহায় মানুষ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে। রোববার (০১ জানুয়ারি) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ডাকবাংলা মাঠে দুই হাজার দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক টুটুল মাহমুদের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস‌্য মো. আফজাল হোসেন।

উপহার সামগ্রীর মধ্যে কম্বল, জ‌্যাকেট ও বাচ্চাদের গরম জামা ও টুপি উপহার দেওয়া হয়। হতদরিদ্র এসব পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করতে পেরে নিজেকে ভাগ‌্যবান মনে করছেন আয়োজকদের অন‌্যতম সংগঠক টুটুল মাহমুদ।

উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, প্রতিটি অসহায় মানুষের কাছে নিজের যৎসামান‌্য সাধ‌্যটুকু নিয়ে ছুটে যাওয়া প্রত্যেক মানুষের সামাজিক দায়িত্ব। আমাদের খুদ্র প্রয়াস নিয়ে অত্র এলাকার দুই হাজার মানুষের মাঝে সামান‌্য উপহারটুকু তুলে দিতে পেরে নিজেকে ধন‌্য মনে করছি। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব‌্যাক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের কার্যকরী সভাপতি মো. আদিল মিয়া, সাধারণ সম্পাদক মো. লিংকন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি আসিফ চৌধুরী, হাজী মো. মুরাদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম, সহ-দপ্তর সম্পাদক মো. সাব্বির হোসেন বাপ্পি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।