ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে প্রাথমিকের ৫০ শতাংশ বই এসেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
খাগড়াছড়িতে প্রাথমিকের ৫০ শতাংশ বই এসেছে

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে প্রাথমিকে চাহিদার তুলনায় বই এসেছে প্রায় ৫০ শতাংশ কম। তাই বছরের শুরুতে সব শিশুর হাতে বই পৌঁছানো যায়নি।

রোববার (০১ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে বই উৎসব উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বছরের প্রথম দিনে বই পেয়ে খুশি শিশুরা। তবে প্রাথমিকে চাহিদার তুলনায় বই এসেছে প্রায় ৫০ শতাংশ কম। তাই বছরের শুরুতে সব শিশুকে শতভাগ বই দেওয়া সম্ভব হচ্ছে না।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় ৫৯৩টি সরকারিসহ মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৭৯টি। ২০২৩ সালে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বইয়ের চাহিদা ৪ লাখ ৫৭ হাজার ৬৯২টি। জেলায় বই এসেছে মাত্র ২ লাখের কিছু বেশি। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষার সকল বই এসেছে।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বই রিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এছাড়া খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।