ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বৃক্ষবিষয়ক গবেষণা ও সম্প্রসারণে সোনারং-তরুছায়া সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
বৃক্ষবিষয়ক গবেষণা ও সম্প্রসারণে সোনারং-তরুছায়া সম্মাননা

কুমিল্লা: বৃক্ষবিষয়ক গবেষণা ও সম্প্রসারণে অবদান রাখায় কুমিল্লা মেডিকেল কলেজের প্রভাষক ডা. মোহাম্মদ আবু নাঈমসহ ৯জনকে আবদুল মালেক-বেগম শামসুন নাহার সোনারং তরুছায়া সম্মাননা দেওয়া হয়।  

শনিবার (৩১ ডিসেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবের চর এলাকায় এ সম্মাননা দেওয়া হয়।

বিভিন্ন শাখায় সম্মাননা ও পুরস্কার পেয়েছেন- আজীবন সম্মাননা চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, শ্রেষ্ঠ বাগানি সম্মাননা আর্কিটেক্ট নভেরা গহর, শ্রেষ্ঠ বৃক্ষপ্রেমী সম্মাননা দেবী গাফ্ফার, শুভানুধ্যায়ী সম্মাননা আরিফ সিকদার, প্রবাসী শুভানুধ্যায়ী সম্মাননা সংস্কৃতিজন নাসরীন রেজা, ইভেন্ট পার্টনার সম্মাননা প্রবাসী বৃক্ষপ্রেমী ফয়সাল শরীফ, বৃক্ষপ্রেমী সম্মাননা কুমিল্লা মেডিকেল কলেজের প্রভাষক ডা. মোহাম্মদ আবু নাঈম, সোনারং তরুছায়া সংস্কৃতি সম্মাননা মেহেদী হাসান খান ও শিক্ষার্থী শ্রেষ্ঠ বাগানি সম্মাননা আফসানা হক ছোঁয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। সভাপতিত্ব করেন আবদুল মালেক-বেগম শামসুন নাহার সোনারং তরুছায়া সংগঠনের সভাপতি কাজী হাসান।
উল্লেখ্য-কুমিল্লার সন্তান ডা. মোহাম্মদ আবু নাঈম বিগত ১০ বছর ধরে কাজ করে যাচ্ছেন। সবুজ সম্প্রসারণে কুমিল্লায় বাগানিদের সর্ববৃহৎ সংগঠন ‘কুমিল্লা গার্ডেনার্স সোসাইটি’র প্রতিষ্ঠাতা তিনি। কাজ করছেন সামাজিক বনায়ন, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, ছাদকৃষি জনপ্রিয়করণে। নতুন বাগানিদের বিনামূল্যে গাছ, চারা, কাটিং, বীজ উপহার দিয়ে সবুজ বিস্তার তার নেশা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।