ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১ গোপালগঞ্জ সদর থানা

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার রোডে প্রতিপক্ষের হামলায় আহত চিকিৎসাধীন হাবিব মোল্লার (৩৫) মৃত্যু হয়েছে।  

রোববার (০১ জানুয়ারি) দুপু‌রে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার কামরুল মোল্লার ছে‌লে।

জানা গেছে, শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে তাকে গোপালগঞ্জ শহরের নতুন বাজার রোডের একটি গলিতে নিয়ে গিয়ে একদল লোক পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। সঙ্ককটজনক অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াইশ’শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহত হাবিবের বাবা কামরুল মোল্লা গোপালগঞ্জ শহরের বড়বাজারের ইজারাদার।  

হা‌বিব তার বাবার সঙ্গে ইজারাদারের কাজ করতেন। নিহত হাবিবের স্ত্রী ও ২ সন্তান রয়েছে।  

শহ‌রের থানাপাড়া এলাকার কিছু যুবকের সঙ্গে হাবিবের দ্বন্দ্ব চলে আসছিল। এই কারণে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করা হয় বলে নিহতের মামা মিজান মোল্লা জানান। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তিনি তা বলতে পারেননি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কয়েকজনকে অভিযুক্ত করে নিহতের বাবা থানায় একটি অভিযোগ দাখিল করেছিলেন এবং সে অভিযোগটি গতকালই থানায় রেকর্ড করা হয়েছে। সেটিই এখন হত্যা মামলা হিসাবে গণ্য হবে। অভিযুক্তদের ধরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।