ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস উল্টে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, জানুয়ারি ৩, ২০২৩
প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস উল্টে যুবক নিহত

শরীয়তপুর: শরীয়তপুরে প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস উল্টে কাউসার মাঝি (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।  
 
সোমবার (২ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ডামুড্যা-শরীয়তপুর সড়কের মাঝেরটেক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম।

নিহত কাউসার উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরভয়রা গ্রামের বারেক মাঝির ছেলে।  

তিনি জানান, রাতে সিঙ্গাপুর থেকে ফেরা প্রবাসী ভাইকে নিয়ে ঢাকার হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন কাউসার। অতিরিক্ত কুয়াশার কারণে মাঝেরটেক এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটিতে থাকা আহত সাতজনকে উদ্ধার করেন। পরে তাদের মধ্যে কাউসার ও তার ভাগ্নি মুন্নিকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।