ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীর বিলে মিলল বস্তাভর্তি কঙ্কাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
নরসিংদীর বিলে মিলল বস্তাভর্তি কঙ্কাল

নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলার একটি বিল থেকে কঙ্কাল ভর্তি একটি বস্তা পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চরমান্দালিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন নালী বিল থেকে এসব কঙ্কাল পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে নালী বিলে একটি প্লাস্টিকের বস্তা পান স্থানীয়রা। তারা বস্তাটি খুলে প্রচুর কঙ্কাল দেখতে পান। পরে বিল থেকে বস্তাটি তীরে নিয়ে আসা হয়। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালগুলো থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, কঙ্কাল গুলোর একটা কাঠামোর সঙ্গে আরেকটা কাঠামোর কোনো মিল নেই। কঙ্কালের হাত, পা, মাথা বিচ্ছিন্ন। গুনার মাধ্যমে কঙ্কালের অংশগুলো জোড়া দেওয়া।

তিনি আরও বলেন, কঙ্কালের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে,  এগুলো মেডিকেল ছাত্রদের ব্যবহৃত কঙ্কাল। নষ্ট হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দেওয়া হতে পারে। তারপরও মূল বিষয় উদঘাটনে খোঁজ নেয়া হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।