ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগারগাঁও মেট্রো স্টেশনে রিকশাচালকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
আগারগাঁও মেট্রো স্টেশনে রিকশাচালকের মরদেহ

ঢাকা: রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাশে আইডিবি ভবন সংলগ্ন রাস্তায় শাহাবুদ্দিন (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় রিকশাচালক।

 

বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানা। মারা যাওয়া ব্যক্তি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

তিনি জানান, আজ আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাশে আইডিবি ভবন সংলগ্ন রাস্তায় শাহাবুদ্দিন নামে ওই রিকশাচালক পড়ে যান। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি অসুস্থতাজনিত মৃত্যু। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।