ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সেনাপ্রধানের পক্ষ থেকে ১১শ’ জন পেলেন শীতবস্ত্র     

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
গোপালগঞ্জে সেনাপ্রধানের পক্ষ থেকে ১১শ’ জন পেলেন শীতবস্ত্র

    

গোপালগঞ্জ:  গোপালগঞ্জ শহরের মানিকদাহ হাউজিং এলাকায় সেনাপ্রধানের পক্ষ থেকে ১১শ’ দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৪ জানুয়ারি) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার বরিশাল, এরিয়া মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা শীতার্তদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।

এসময় স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সেনা সদস্য, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার দুই হাজার দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।