মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে নোঙর করা সারবোঝাই কার্গোর ইঞ্জিন রুমে পানি প্রবেশ করেছে। পরে কার্গো থেকে ৬৫০ টন পটাশ সার অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে পাটুরিয়া ঘাট নৌ-পুলিশের ইনচার্জ মো. সাজ্জাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে ৬৫০ টন পটাশ সারবোঝাই কার্গো জাহাজ এমভি এবাদত পাবনার বাঘাবাড়ি যাচ্ছিল। জেলার শিবালয় উপজেলার অন্বয়পুর নামক স্থানে আসলে জাহাজের ইঞ্জিন রুমে পানি প্রবেশ করতে শুরু করে। প্রথমে সেচের মাধ্যমে জাহাজ থেকে পানি অপসারণ করে এবং পরে সার অন্যত্র সরিয়ে নিয়ে যায় জাহাজ কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
জেএইচ