গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরগানা উত্তরপাড়া এলাকায় একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. আবু বক্কর জানান, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর কালীগঞ্জ, পলাশ ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
তিনি বলেন, আগুনে টিনশেডের ওই স্পিনিং মিলের তুলা, সুতা ও ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৩৩৮, জানুয়ারি ০৬, ২০২৩
আরএস/জেডএ