ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে গাঁজাসহ একজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
গাংনীতে গাঁজাসহ একজন আটক

মেহেরপুর: মেহেরপুরে অভিযান পরিচালনা করে ৯৮০ গ্রাম গাঁজাসহ আলামিন হোসেন (২২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলার কাজীপুর গোলাম বাজার এলাকার স্বর্নালী ইঞ্জিনিয়ারীং ওয়ার্কশপের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১২ এর সিপিসি মেহেরপুর ক্যাম্পের একটি দল গোপন তথ্যে খবর পেয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৯০০ টাকাও জব্দ করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুক বলেন, আলামিনকে আটক করে র‌্যাব ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিলেন। তার নামে র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।