ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কীটনাশক পানে রিকশা চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
কীটনাশক পানে রিকশা চালকের মৃত্যু

বরিশাল: পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করা সোবাহান গোমস্তা (৩২) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত সোবাহান গোমস্তা উপজেলার দিয়াশুর গ্রামের আবু বকর গোমস্তার ছেলে।

নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে শুক্রবার (৬ জানুয়ারি) রাতে কীটনাশক পান করেন সোবাহান। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. হেলাল উদ্দীন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, জানুয়া‌রি ০৮, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।