ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধান শিক্ষকের আত্মহত্যা: ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
প্রধান শিক্ষকের আত্মহত্যা: ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে আবুল বাসার নামে এক প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় শেখ আব্দুর রহিম নামে এক ইউপি চেয়ারম্যানসহ ৬ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (০৭ জানুয়ারি) রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, প্রধান শিক্ষক আবুল বাসারকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলার ৬ আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। রোববার (০৮ জানুয়ারি) সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গত ৪ জানুয়ারি বেলা দেড়টার দিকে আত্মহত্যা করেন উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাসার। পরিবারের দাবি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শোকজ নোটিশ পেয়ে আত্মহত্যা করেন তিনি।

এ ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার পারভীন শ্যামনগর থানায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও স্কুলের শিক্ষকসহ মোট ৭ জনের নামে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা করেন।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।