ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

কাজিপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, জানুয়ারি ৮, ২০২৩
কাজিপুরে ট্রাকচাপায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকের চাপায় মাওলা সোবহান (৩৮) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) রাতে সোনামুখি-ধুনট আঞ্চলিক সড়কের পাইকপাড়া ইছামতি নদীর রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোবহান বগুড়া জেলার ধুনট উপজেলার কান্তনগর ঈশ্বরঘাট গ্রামের বাসিন্দা। তিনি ধুনটের এলাঙ্গী মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে মাওলা সোবহান মোটরসাইকেলের করে সোনামুখী কনসেডিয়াম আল-জামিয়াতুল মাদরাসায় ইসলামি জালসা শুনতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার (৮ জানুয়ারি) সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘাতক ট্রাক পালিয়ে গেলেও সেটি শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।