ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
ভোলায় অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ১ প্রতীকী ছবি

ভোলা: ভোলায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সেলিম (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশায় থাকা তিনজন।

রোববার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় ভোলা-ভেলুমিয়া সড়কের বান্দের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ভেদুরিয়া ইউনিয়নের চরগাজি গ্রামের বাসিন্দা। আহতদের নাম জানা যায়নি।

ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, একটি অটোরিকশা বিকেলে ভেলুমিয়া থেকে ভোলা সদরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। এসময় আহত হন অটোরিকশার তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।