ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী সিটি হাসপাতালকে সুরক্ষা সামগ্রী দিল রেড ক্রিসেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
রাজশাহী সিটি হাসপাতালকে সুরক্ষা সামগ্রী দিল রেড ক্রিসেন্ট

রাজশাহী: রাজশাহী সিটি হাসপাতালকে সংক্রমণ সুরক্ষা সামগ্রী দিয়েছে রেড ক্রিসেন্ট। হিটওয়েভ প্রকল্পের আওতায় জার্মান ও ডেনিস রেডক্রসের সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ সুরক্ষা সামগ্রী দিয়েছে।

 

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সিটি হাসপাতাল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রেডক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের সাধারণ সম্পাদক শাহীন আকতার রেণী।  

পাইলট প্রোগ্রামেটিক পাটনারশিপ (পিপিপি) প্রোগ্রামের আওতায় ১৮ ধরনের ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল ম্যাটেরিয়াল হস্তান্তর করা হয়। আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শাহীন আকতার বলেন, যেকোনো দুর্যোগে ও মানুষের দুঃসময়ে পাশে থাকে রেড ক্রিসেন্ট সোসাইটি। করোনাকালীন বিশেষ অবদান রেখেছে রেড ক্রিসেন্ট। আজকে রাজশাহী সিটি হাসপাতালকে সংক্রমণ প্রতিরোধ নিয়ন্ত্রণ সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সদস্য প্রফেসর ড. সারোয়ার জাহান, জার্মান রেডক্রসের সাজিদুর রহমান, ডেনিস রেডক্রসের ডা. আরিফা, প্রকল্প পরিচালক মো. মহিউদ্দিন ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি শাহীন আকতার রেণী সিটি হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ পোষণ করেন। পরে সিটি হাসপাতাল প্রাঙ্গণে একটি কামিনী গাছের চারা রোপণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।