ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে ৫০ বাঘ বিধবার মাঝে পানির ট্যাংক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, জানুয়ারি ১০, ২০২৩
শ্যামনগরে ৫০ বাঘ বিধবার মাঝে পানির ট্যাংক বিতরণ

সাতক্ষীরা: সুপেয় খাবার পানির সংকট নিরসনে সাতক্ষীরার শ্যামনগরের ৫০ জন বাঘ বিধবার মাঝে পানির ট্যাংক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন ও দ্য সাদাকা সিসটারস।

মঙ্গলবার (১০ জানুয়ারি) উপজেলার দুর্যোগ কবলিত গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে উপকারভোগী পরিবারগুলোর মাঝে এসব ট্যাংক হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানে ড. আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও হাবিবুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দ্য সাদাকা সিস্টারস’র প্রতিষ্ঠাতা নিগাত কেয়া হক, প্রফেসর ড. জিয়াউল হক, ডা. নাজনীন তালুকদার, ইউপি সদস্য এস এম রবিউল ইসলাম, ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান প্রমুখ।

খাওয়ার পানির সংকট নিরসনে ও বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংকগুলো স্থানীয় বাঘ বিধবা পরিবারগুলোর জন্য উপকারে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।