ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কারো আইফোন হারিয়ে গেলে মিলিয়ে নিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
কারো আইফোন হারিয়ে গেলে মিলিয়ে নিন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ১০টি চোরাই আইফোন উদ্ধারসহ রিজুওয়ানুর আহম্মেদ শরীফ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) ভোরে সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, তৌকির নামে একজন গত ২৮ ডিসেম্বর বিকেলে পল্লবী যাওয়ার জন্য যাত্রাবাড়ীর চৌরাস্তা থেকে একটি বাসে উঠেন। তিনি সায়েদাবাদ জনপথের মোড় পৌঁছালে দীর্ঘ সময় ট্রাফিক জ্যাম থাকায় বাসের মধ্যে তার ঘুম চলে আসে। বাস পুনরায় চলতে শুরু করলে তৌকির ঘুম ভেঙে দেখেন তার ব্যবহৃত আইফোনটি পকেটে নেই। এ ঘটনায় তিনি যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি বলেন, মামলাটি তদন্তের ধারাবাহিকতায় তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় সায়েদাবাদ এলাকা থেকে অভিযুক্ত রিজুওয়ানুরকে নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০টি চোরাই আইফোন উদ্ধার করা হয়। এর মধ্যে ভিকটিমের কাছ থেকে চুরি করা আইফোনটিও রয়েছে।

উদ্ধারকৃত আইফোনের মধ্যে যেসব আইফোনের আইএমইআই নাম্বার পাওয়া গেছে, সেগুলোর মডেলসহ আইএমইআই নাম্বার দেওয়া হলো। এর মধ্যে কারো আইফোন থাকলে প্রয়োজনীয় কাগজপত্রসহ যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি ০১৩২০-০৪০৫০৯ অথবা ডিউটি অফিসার ০১৩২০-০৪৪০৫১৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

(১) iphone 13 pro Max IMEIA-3529964 30408246, 1461-2352996430236626 ( ভিকটিম তৌকিরের চুরি যাওয়া ফোন)।

(২) 1 phone 12. Pro, IMEI 35 8438447980942 .

(৩) Iphone-13. IMEI 35 240823 4121530 .

(৪) iphone xc, IMEI-25 6174091665912.

(৫) iphone11 pro Max. IMEI 35 391110372 54 62.

(৬) iphone 13 Pro Max, IMEI. 35299 04  88631736.

(৭) Iphone 12 no Max 354217683295 765.

(৮) Iphone XS MAX IME-3572 99696404038.

(৯) iphone 11PTO. JMEI-35 283611 64429 48.

(১০) iPhone 12. IMEI 35203611) 603749.

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।