ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভবানীগঞ্জে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
ভবানীগঞ্জে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে একরাতে ৩টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওইসব দোকান থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা লুটে নিয়েছে চোর চক্র।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ।  

এর আগে বুধবার (১১ জানুয়ারি) রাতে ভবানীগঞ্জের চৌরাস্তা মীর সুপার মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।  

চোরের দল একটি কসমেটিকস দোকান ও দুটি জুতার দোকানের টিনের চালা কেটে ভেতরে ঢোকে বলে জানা যায়।

খাদিজা কসমেটিকস অ্যান্ড গিফট কর্ণারের স্বত্বাধিকারী মামুন হোসেন জানান, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। সকালে দোকানে এসে দোকান খুলে দেখেন, সব মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় তার ক্যাশ বাক্সও খোলামেলা অবস্থায় পাওয়া যায়।  

চোরের দল তার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।  

মোহনা সুজের স্বত্বাধিকারী মো. আব্দুল মান্নান জানান, তার দোকান থেকে নগদ ৯ হাজার টাকা চুরি গেছে।

মাহাদী সুজের স্বত্বাধিকারী মো. রাসেল জানান, তার দোকান থেকেও নগদ প্রায় সাড়ে ৬ হাজার টাকা লুটে নেয় চোরেরা।

ভবানীগঞ্জ চৌরাস্তা মার্চেন্টস কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন বলেন, দুর্ধর্ষ চুরির ঘটনায় আমরা একটি জরুরি সভা ডেকেছি। এ বিষয়ে আইনী প্রদেক্ষপ নেওয়া হবে।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল হাসান রনি বলেন, খবর পেয়ে মীর সুপার মার্কেট পরিদর্শন করেছি। আমরা এ চোর চক্র চিহ্নিত করতে পুলিশকে সহয়তা করবো।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।