ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই কেজি গাঁজাসহ মো. আল আমিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেফতারমো. আল আমিন দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাকে সিআই-খোলা এলাকার মাতৃ ভান্ডারের উত্তর পাশে জনৈক সাফায়েতের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ ওসি গোলাম মোস্তফা জানান, মো. আল আমিনের নামে থানায় একটি মাদক মামলা করা হয়েছে এবং দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।