ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, জানুয়ারি ১৮, ২০২৩
ফুলগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু ফাইল ছবি

ফেনী: ফেনীর ফুলগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত আহমেদ (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমজাদহাট ইউনিয়নের কিল্লার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামের জসিম উদ্দিনের। সে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, কিল্লার দীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।