ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

উদ্যোক্তাদের নতুন নতুন ধারণা নিয়ে আসতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
উদ্যোক্তাদের নতুন নতুন ধারণা নিয়ে আসতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী: রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ বলেছেন, এসএমই খাতে যারা নতুন উদ্যোক্তা হবেন তাদের নতুন নতুন ধারণা নিয়ে আসতে হবে। একই জিনিস যদি আমরা অন্যের দেখাদেখি করি সেটা কিন্তু সুপার হিট নাও হতে পারে।

অতএব ভালো চলতে হলে, ভালো করতে হলে মান ভালো করতে হবে। তবেই সেই প্রডাক্ট চলবে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের আয়োজনে রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় বিভাগীয় এসএমই পণ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নতুন উদ্যোক্তাদের সফল হওয়ার পরামর্শ দিতে গিয়ে বিভাগীয় কমিশনার বলেন, আমরা যেন ভাবতে পারি, বুঝতে পারি এবং নিজের সীমানা যেন অতিক্রম করতে পারি। কারণ তাহলেই কেবল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।

এসএমই পণ্য মেলার মেয়াদ ১৫-২০ দিন করার এক প্রস্তাবের বিষয়ে জি এস এম জাফরউল্লাহ্ বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে হলে এই মেলার জৌলুস হারিয়ে যাবে। তাই আপাতত এই এসএমই মেলার মেয়াদ এক সপ্তাহই সবচেয়ে ভালো বলে উল্লেখ করেন কমিশনার।

এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল, রাজশাহী সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদুর রহমান রিংকু এবং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চারজন উদ্যোক্তার হাতে বিভিন্ন ব্যাংকের ঋণের চেক তুলে দেন।

উল্লেখ্য এ বছর বিভাগীয় পর্যায়ে কেবল রাজশাহীতেই প্রথম এসএমই পণ্য মেলা হলো।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।