ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

৩ দফা দাবিতে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচিতে ৪৩ নন-ক্যাডার প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, আগস্ট ১৯, ২০২৫
৩ দফা দাবিতে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচিতে ৪৩ নন-ক্যাডার প্রার্থীরা অবস্থান কর্মসূচিতে বিসিএস ৪৩ নন-ক্যাডারে আবেদনকারী প্রার্থীরা।

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিসিএস ৪৩ নন-ক্যাডারে আবেদনকারী প্রার্থীরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএস নন–ক্যাডারে আবেদনকারী প্রার্থীরা।

'চরম বৈষ্যমের শিকার ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীরা’ ব্যানারে এ অবস্থান কর্মসূচি চলছে। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-

১. দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত বিধির গেজেট প্রকাশ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

২. প্রাইমারি ও যুব উন্নয়নসহ ৪৩তম বিসিএস নন-ক্যাডারের নামে অধিযাচিত কোনো পদ প্রত্যাহার করে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ করতে হবে।

৩. ৪৩তম বিসিএসর নামে অধিযাচিত সব পদ অবশ্যই ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করতে হবে।

এই সময় আবেদনকারী মুহিত বাংলানিউজকে বলেন, আমরা গতকাল থেকে অবস্থান কর্মসূচি চলছে। এটা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

অবস্থান কর্মসূচি বক্তারা বলেন, এই নিয়োগ দ্রুত সম্পন্ন হলে সরকার দক্ষ জনবল পাবে, শূন্যপদ সংকট কমবে এবং সরকারের সময় ও ব্যয় সাশ্রয় হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করবে, যেখানে ছাত্র সমাজের প্রধান দাবি ছিল বেকারত্ব দূরীকরণ ও দুর্নীতিমুক্ত নিয়োগ। তাই দ্রুত পদক্ষেপ নিলে সরকার যেমন জনসেবায় গতি আনতে পারবে, তেমনি তরুণ সমাজের আস্থা ও সমর্থনও অর্জন করবে।

এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।