ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
রাজশাহীতে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

রাজশাহী: রাজশাহীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ আকাইদ হোসেন দিপু (১৯) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শুক্রবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বেলপুকুর থানার জয়পুর নামক এলাকায় থেকে তাকে আটক করা হয়।

আটক আকাইদ হোসেন দিপু চারঘাট উপজেলার বিজইর গ্রামের ফরমান আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলপুকুর থানার জয়পুর নামক এলাকায় অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলিসহ মো. আকাইদ হোসেনকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আকাইদ হোসেন একজন অস্ত্র ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে উদ্ধার করা পিস্তল, ম্যাগজিন ও গুলি বিক্রির জন্য নিজের কাছে রেখেছিল।

আটক ব্যক্তির বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।